শাহ আমানতসহ তিন বিমানবন্দরে বন্ধ হয়ে যাচ্ছে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম 

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরসহ ঢাকার হযরত শাহজালাল এবং নীলফামারীর সৈয়দপুর এই তিন আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ হয়ে যাচ্ছে ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম।

আজ সোমবার (৩০ জুন) মধ্যরাত থেকে এটি কার্যকর হবে বলে শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে। সূত্রে আরো জানা গেছে,  ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।তাই আজ মধ্যরাত থেকে গুটিয়ে ফেলতে হবে তাদের কার্যক্রম।

বেবিচকের এক কর্মকর্তা জানান— বিমানবন্দর ব্যবস্থাপনায় আরও আধুনিকতা, জবাবদিহিতা, যাত্রীসেবার মান বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যক্রমে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ইজারার মেয়াদ শেষ হচ্ছে, তাদের আর নবায়নের সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যতে এসব বাণিজ্যিক স্থাপনা ব্যবহারের জন্য নতুন নীতিমালার আওতায় কার্যক্রম পরিচালিত হবে।

জানা গেছে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবনের দ্বিতীয় তলার বহির্গমন অংশে অবস্থিত ‘ফ্যালকন এজেন্সি’ এবং নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন এলাকার ‘ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিম’-এর কার্যক্রমও আজ রাত থেকে বন্ধ হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে গুটিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম সোমবার মধ্যরাতে বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো হলো— এরোস ট্রেডিং, মেসার্স সজল এন্টারপ্রাইজ, মাহবুবা ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন, এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড, এ ফাইভ রোডওয়ে লিমিটেড, ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস কোম্পানি, শিরিন এন্টারপ্রাইজ, হাওলাদার অ্যান্ড সন্স, অথৈ এন্টারপ্রাইজ, ওল্ফ করপোরেশন, আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস, ধানসিঁড়ি কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট এস কনসালটিং।

গতকাল ২৯ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানকে রেজিস্ট্রার্ড ডাকযোগে চিঠি পাঠিয়ে তাদের সিদ্ধান্ত জানায়। পাশাপাশি আজ ৩০ জুন একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠানগুলোকে অপসারণ করতে হবে। একইসঙ্গে জানানো হয়, ভবিষ্যতে ইজারা নবায়নের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top