আজ বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ইং শাহ্ আমানত হাউজিং সোসাইটির উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় বেড়ে চলা সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম রোধ এবং সাধারণ জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই ছিল এ সভার মূল উদ্দেশ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও শাহ্ আমানত হাউজিং সোসাইটির সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ উল্লাহ (সুমন), আইন ও সমাজ কল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক’সহ সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহ্ আমানত হাউজিং সোসাইটির এলাকাটি একটি পাহাড়ি ও দুর্গম অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে সন্ত্রাসী ও মাদক কার্যক্রমে জড়িত ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করা যায়। এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় বাড়ানো এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি, যৌথ উদ্যোগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সন্ত্রাস ও মাদক বিরোধী কার্যক্রম ত্বরান্বিত করতে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
শাহ্ আমানত হাউজিং সোসাইটির সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ সমস্যার সমাধান করতে সক্ষম হব।”
অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ কামরুজ্জামান এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সমন্বয় বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।”
এ সভায় উপস্থিত সকলের ঐকমত্যে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।