পড়া হয়েছে: 139
চাটগাঁ নিউজ ডেস্ক: হযরত শাহসূফি গোলামুর রহমান মাইজভান্ডারির নাতি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির বড় ছেলে শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী আর নেই।
রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাইজভান্ডার দরবার সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পরিবার সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তাঁর জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ