শাহবাগে এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী গুরুতর আহত হয়।

বংশাল থানা এনসিপির এক নেতা সৌরভ বলেন, দুই মাস আগে ব্যবসার কাজে মোহাম্মদপুর গিয়েছিলাম। এ সময় বংশাল থানার আমাদের নেতা ইমতিয়াজ ছিলেন। তখন মোহাম্মদপুরের এনসিপির নেতা রিয়ান আমাদের থেকে দুই লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু এখন সে ফেরত দিচ্ছে না। বিষয়টি আমরা আগেই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে জানিয়েছিলাম।

সৌরভ আরো জানান, ‘আজ সমন্বয় সভায় রিয়ানের সঙ্গে দেখা হওয়ায় আমরা টাকা চাই। কিন্তু সে দিতে অস্বীকৃতি জানায়। কথা বলার এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়, আমরা পাল্টা প্রতিহত করি।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top