আমিরাত প্রতিনিধি: আঞ্জুমানে খোদ্দামূল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদ ২০২৩- ২০২৫ সেশনের অভিষেক অনুষ্ঠিত।
শুক্রবার (২৯ ডিসেম্বর) আমিরাতের শারজায় হুদাইবিয়া রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত দ্বৈত অধিবেশনের এ অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন ও নির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ আজম এবং সঞ্চালনা করেন-সাবেক মহাসচিব হাফেজ মোহাম্মদ জালাল উদ্দীন।
পরে দুই বছরের মেয়াদে ৮৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অভিষেকের মাধ্যমে শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবুল হাশেম এবং যৌথভাবে সঞ্চালনা করেন মহাসচিব মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার এবং সিনিয়র যুগ্ন মহাসচিব মোহাম্মদ আবু তাহের।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউ এ ই কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ হারুন, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফজলুল আজিম, আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হারুনুর রশিদ, আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম ও আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম দুলাল, নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ দিদারুল আলম (সাবেক মহাসচিব), আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুর রহমান হাবিবী, মাওলানা নুরুল আমিন, আলহাজ্ব মোঃ শফি, মোহাম্মদ আলমগীর বাবু, মামুনুর রশিদ, দিদারুল আলম, গোরফানুল হক মোহাম্মদ নোমান, মোহাম্মদ ফজলুল করিম, মাওলানা মোহাম্মদ এনামুল হক, মহাসচিব মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার প্রমুখ।।
পরিশেষে মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।