শামসুল হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় শামসুল আলম হত্যা মামলার ১০ আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (২৬ মে) চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৌদ হাসান এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. রফিক (৪৪), মো. মাইনু (২৫), মোহাম্মদ রাজ (২০), রিদ্দু (২২), মো. মারুফ (২৫), আবু মোরশেদ (৩৫), মো. মুছা (৪৫), আবু সিদ্দিক প্রকাশ মিন্টু (৪০), মো. কামাল (৪০), মো. ওসমান (৪০) ও মো. মোস্তাক (৪২)। এছাড়া বয়স বিবেচনায় মোহাম্মদ ফয়েজ আহমদকে জামিন দেওয়া হয়।

বাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শামসুল আলম হত্যা মামলায় ১১ জন আসামি আদালতে জামিনের জন্য আবেদন করেন। আদালত ১জনকে বয়স বিবেচনায় জামিন দেন। বাকি ১০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা শামসুল আলমকে ভাঙ্গাপুল এলাকায় যুবলীগ নেতা মোহাম্মদ ইউনূচের নেতৃত্বে ১৫-১৬ জন সন্ত্রাসী নির্মমভাবে ছুরিকাঘাত করে। গুরুতর আহত শামসুল আলমকে পটিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গত বছর ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী সুমি আকতার বাদি হয়ে ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top