চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে করে শহর থেকে ক্যাম্পাসে আসার সময় ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মোরসালিন আহমেদ মিরাজ। তিনি চবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহর থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
ওই ট্রেনে থাকা এক শিক্ষার্থী জানান, আহত শিক্ষার্থী এবং তার বান্ধবী ট্রেনের পিছনে দুই নম্বর বগিতে ছিলেন। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিল না। এই সুযোগে দুইজন ছিনতাইকারী বগিতে ওঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। ছিনতাইকারীরা ভুক্তভোগী শিক্ষার্থীর মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকা ও ফোন ছিনতাই করে পালিয়ে যান।
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আজ সকালে শাটল ট্রেনে শহর থেকে ক্যাম্পাসে আসার সময় এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়ে। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ওই শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চবি মেডিক্যাল প্রধান বিষয়টি দেখভাল করছেন। ডাক্তার জানিয়েছেন ওই শিক্ষার্থী এখন আশঙ্কা মুক্ত। ছিনতাইকারীদের গ্রেপ্তারে রেলওয়ে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি।
চাটগাঁ নিউজ/ইউডি