বিনোদন ডেস্ক: নাট্যজগতের সুপরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ গত বছর তার প্রথম সিনেমার ঘোষণা দেন। জানান, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে নিয়ে তিনি বানাবেন ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামের ছবিটি। এতে প্রধান চরিত্রের বাইরে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও গায়ক প্রীতম হাসানের।
কিন্তু নির্মাতা এতোদিনে ছবিটির কাজ শুরু করেননি। এদিকে, নতুন বছরে নিজের ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে। তাই অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন যে, কালা জাহাঙ্গীরকে নিয়ে নির্মিত ছবিটিতেই অভিনয় করবেন শাকিব খান।
তবে আবু হায়াত মাহমুদ এই গুঞ্জন মিথ্যা বলে জানিয়েছেন। কিন্তু শাকিব খানের সঙ্গে তার ছবিটি ঘিরে গুঞ্জন থামছেই না। কারণ, বর্তমানে শাকিব খানের প্রতিটি সিনেমার ঘিরেই থাকে ভক্ত দর্শকের তুমুল আগ্রহ। ফলে তাদের প্রত্যাশা থেকেও অনেক সময় নানা ধরনের গুঞ্জন সামনে আসে। কোনটি সত্য হয়, আবার কোনটি গুঞ্জনই থেকে যায়।
এই যেমন, শাকিবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তান্ডব’-এ নায়িকা হিসেবে সাবিলা নূরকে দেখা যাবে এমন গুঞ্জন শুটিং শুরুর অনেক আগেই শোনা যাচ্ছিল। অবশেষে তা সত্যি হয়। একইভাবে এই ছবিতে আফরান নিশো আর সিয়াম আহমেদ যে অতিথি চরিত্রে থাকবেন সেই গুঞ্জনও সত্যি হয়েছে।
তেমনি আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, এতে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে ‘হাওয়া’ সিনেমাখ্যাত নাজিফা তুষি আর নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে!
শুধু তাই নয়, কলকাতার এক নায়িকাকেও নাকি দেখা যাবে এই সিনেমায়। শোনা যাচ্ছে, কলকাতা লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে আলোচনা চলছে। আর দেশের মধ্য থেকে তুষি ও তটিনীর সঙ্গে কথাবার্তা চলছে। যদিও সিনেমার নাম এখনো নিশ্চিত হয়নি, পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন এই সপ্তাহেই নাম ঘোষণা করা হবে। এছাড়া তিনি আরও জানান, সিনেমাটি ২০২৬ সালের রোজা ঈদে মুক্তি পাবে।
চাটগাঁ নিউজ/জেএইচ