রাঙামাটি প্রতিনিধি: ২০১৫ সালের ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সাম্প্রদায়িক উপজাতীয় সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় নির্মমভাবে খুন হওয়া শহীদ মনিরের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল শহীদ মনিরের নামে নামকরণের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার ৯ জানুয়ারি দুপুরে শহীদ মনিরের আত্মত্যাগ স্মরণে রাঙামাটি মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হয় মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়ে রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দীর্ঘ বছরেও সে হত্যার বিচার হয়নি। তার সে অবদানের কথা আজ কারো মনে নেই। মনিরের পরিবারকেও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা। তাই মনিরের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য মেডিকেল কলেজের একটি হল ‘শহীদ’ মনিরের নামে নামকরণ করাসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবি জানিয়েছেন বক্তারা।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও পৌর সভাপতি মো: পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, শহীদ মনিরের মা কমলা বেগম, পিসিসিপি রাঙামাটি জেলার উপদেষ্টা কামাল উদ্দিন, পিসিএনপি রাঙামাটি সদর উপজেলা সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, নানিয়ারচর উপজেলা সভাপতি এমএ জলিল খান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ(পিসিসিপি’র) কেন্দ্রীয় সি: সহ-সভাপতি আসিফ ইকবাল, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।
চাটগাঁ নিউজ/আলমগীর/ইউডি