শহীদ বুদ্ধিজীবী দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা  

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির  কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে  শহীদ বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে শনিবার   (১৪ ডিসেম্বর)  সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  মো: জিসান বিন মাজেদ  এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের  বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ  শাহজান কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন,  জামায়াতে ইসলামী বাংলাদেশের কাপ্তাই উপজেলা শাখার আমীর  হারুনুর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  ডা:  রুইহ্লা অং মারমা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা  প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ  হোসেন।

আরো ছিলেন কাপ্তাই  রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, খাদ্য কর্মকর্তা বখতিয়ার  আহমেদ,উপজেলা সহকারী  প্রাথমিক  শিক্ষা অফিসার  আশীষ কুমার আচার্য্য উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমরান হোসেন,উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন,অফিস সুপার মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সেই দিন পাকিস্তানি হানাদার বাহিনী  দেশ স্বাধীন হবার দুই দিন আগে   এদেশকে মেধা শূন্য করতে দেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে।পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়। এ সময় সহ বিভিন্ন দপ্তরের প্রধান,কর্মকর্তা-কর্মচারীগণ,
সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top