চাটগাঁ নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের সাবেক বিচারক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া কমিটির সদস্য ফয়সাল মাহম্মুদ ফয়েজী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। বাংলাদেশের স্বনির্ভরতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি ধাপের সাথে জড়িয়ে আছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। স্বল্প সময়ের শাসনামলে বাংলাদেশকে তিনি উন্নতি ও সমৃদ্ধির এক বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করে ইতিহাসে নিজেকে অমর করেছেন আপন মহিমায়। বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা, অর্থনীতির পুনরুজ্জীবন, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান ও গতিপথ নির্ধারণে জিয়াউর রহমানের অবদান রয়েছে।
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শুক্রবার ২৪ জানুয়ারি (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আলোচনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কামরুজামান তারেকের সভাপতিত্বে ও হাটহাজারী থানা তৃণমূল দলের সাধারণ সম্পাদক মো: দিদারুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: হানিফ ব্যাপারী।
তিনি আরও বলেন, উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী করেন সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। তাঁর অর্থনৈতিক সংস্কারের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়। ইতিহাস থেকে কারো অবদান জোর করে মুছে দেয়া যায় না। জনগণের মনিকোঠায় যার স্থান তিনি জনগণের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো: জাহিদুল করিম কচি, উত্তর জেলা তৃণমূল দলের সভাপতি আইয়ুব খান, তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ, জহিরুল হক চৌধুরী, তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: নজরুল, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মো. মতিন, প্রচার সম্পাদক মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাকি, উত্তর জেলা তৃণমূল দলের ছাত্র সম্পাদক হাজী মো. বেলাল মিয়া, বায়েজিদ থানা তৃণমূল দলের সভাপতি মো. ফারুক, আকবরশাহ থানা তৃণমূল দলের সোহেল রানা, উত্তর জেলা তৃণমূল দলের নেতা মো. টিপু প্রমূখ।
পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মো. আলী নূরের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
চাটগাঁ নিউজ/ইউডি