চাটগাঁ নিউজ ডেস্ক: এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একইসঙ্গে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করা হয়েছে। সাবেক সিটি মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবর্তে এই এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের নামে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের গাড়ি থেকে টোল আদায়ের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারছে। তবে মোটরসাইকেল ও ট্রেইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। টোলের হার অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাকে টোল দিতে হচ্ছে ৩০ টাকা, কার ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য টোল ১০০ টাকা, পিকআপ থেকে নেওয়া হচ্ছে ১৫০ টাকা, মিনি বাস ও ট্রাক (চার চাকা) থেকে ২০০ টাকা, বাস থেকে ২৮০ টাকা, ট্রাক (৬ চাকা) ৩০০ টাকা এবং কাভার্ডভ্যানের জন্য ৪৫০ টাকা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। ২০১৭ সালের ১১ জুলাই একনেক সভায় ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকার সাড়ে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
২০১৮ সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়। ২০২৩ সালের ২৪ আগস্ট সংস্থাটির ৪৫৮তম বোর্ড সভায় চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২৩ সালের ১৪ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করেন। তবে এক্সপ্রেসওয়ে দিয়ে পুরোপুরি যানচলাচল শুরু না হওয়ায় এত দিন টোল আদায় করা হয়নি। এখন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ