চাটগাঁ নিউজ ডেস্ক: রাউজানের প্রভাবশালী সাবেক সাংসদ কারাবন্দী এ বি এম ফজলে করিম চৌধুরীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে চট্টগ্রাম শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার সঙ্গে জড়িত নন জানিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস. এম. আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।
শুনানির সময়ে তাকে আদালতে আনা হয়নি। তবে আদালতে নতুন সংযোজন করা এলইডি স্ক্রিনে ভার্চুয়ালি তাকে যুক্ত করা হয়েছিল।
আদালত সূত্র জানায়, শুনানির সময় ফজলে করিম চৌধুরী নিজেকে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য বলে জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম শহরের কোনো ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্তকা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।
চট্টগ্রাম আদালত পুলিশের পরিদর্শক শাহিনুর আলম বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের হওয়া কোতোয়ালী ও সদরঘাট থানার দুই মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন। এদিন আসামি স্বশরীরে উপস্থিত ছিলেন না, তবে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়েছিল।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত বছরের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে।
চাটগাঁ নিউজ/জেএইচ







