চাটগাঁ নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার পবিত্র শব-ই-বরাত। এ উপলক্ষে আতশবাজি পোড়ানো ও পটকা ফুটানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শব-ই-বরাতের দিনে শিশু-কিশোরসহ অনেকেই আতশবাজিসহ বিভিন্ন ধরনের পটকা ফুটিয়ে উল্লাস করে।
পটকা ফোটানোর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগিতে বিঘ্ন ঘটে ও শব-ই-বরাতের ভাবগাম্ভীর্য ক্ষুন্ন করে এবং জনমনে আতংকের সৃষ্টি হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আতশবাজি ও পটকা ফোটানো বন্ধ হওয়া বাঞ্ছনীয়। এ অবস্থায়, আইন-শৃংখলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি রাতে পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ১৫ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত নগরীতে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, তৈরি, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর অন্যথা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ