শনি-রবিবারের মধ্যে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা!

ক্রীড়া ডেস্ক: ঈদের ছুটির পর ৬ এপ্রিল রোববার থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের খেলা। আগেই জানা ঈদের ছুটির আগে হয়েছে ৮ রাউন্ড। ১২ দলের রবিন লিগের আর তিন রাউন্ড বাকি।

রোববার মাঠে গড়াবে প্রথম লিগের নবম রাউন্ড। এ মুহূর্তে দেশের ক্রিকেট অনুরাগীদের মনে কয়েকটি কৌতুহলি প্রশ্ন ঘুরাপাক খাচ্ছে। প্রথম প্রশ্ন; আচ্ছা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে খেলবে কোন ৬টি দল? দ্বিতীয় প্রশ্ন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরুর আগে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা কি রবিন লিগের সব ম্যাচ খেলতে পারবেন? তৃতীয় প্রশ্ন, জিম্বাবুয়ের সাথে দুই টেস্ট সিরিজের দল ঘোষনা ও অনুশীলন কবে শুরু?

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার কিংবা রবিবারের মধ্যেই হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করা হবে। নির্বাচক কমিটি এরমধ্যে দল চূড়ান্ত করে বোর্ডে জমা দিয়ে দেবেন। তারপর নিয়ম মেনে বোর্ড সভাাপতির অনুমোদন হলেই প্রথম টেস্ট স্কোয়াড ঘোষণা।

আজ থেকে দু’একদিনের মধ্যেই যে প্রথম টেস্টের দল ঘোষণা, তার একটি বড় আগাম বার্তা মিলেছে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেলে। ছুটির মধ্যে হঠাৎ আজ বিকেলে বোর্ডে এসে হাজির গাজী আশরাফ হোসেন লিপু। বলে রাখা ভাল, পরিবারের সাথে এক সপ্তাহ ছুটি কাটাতে গিয়েছিলেন শ্রীলঙ্কায় গাজী আশরাফ হোসেন লিপু। গতকাল মধ্য রাতে দেশে ফিরে আজ শুক্রবার বিকেলে বোর্ডে চলে এসেছে জাতীয় দলের এ সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক।

দল সাজানো ও ঘোষণার দিনক্ষণের কথা জানতে চাইলে প্রধান নির্বাচক জাগো নিউজকে জানান, দল নির্বাচন ও খেলোয়াড় বাছাই আমার কাজ। দল ঘোষণা ও অনুশীলন শুরুর দিনক্ষণ ঠিক করবে ক্রিকেট অপস ও টিম ম্যানেজমেন্ট। লিপুর কথায় মিলেছে আভাস, ‘শনি, রোববারের মধ্যে দল নির্বাচন শেষ হয়ে যাবে। তারপর অনুমোদন সম্পন্ন হলেই ঘোষণা।’

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, হয়ত ৪৮ ঘণ্টার মধ্যেই দল ঘোষণা হয়ে যাবে। বলে রাখা ভাল, আগামী ২০ এপ্রিল থেকে সিলেটে জিম্বাবুয়ে আর বাংলাদেশের প্রথম টেস্ট শুরু। তার আগে সিলেটে কবে প্র্যাকটিস শুরু হবে? সে খবর জানতে গিয়ে জানা গেল, ক্রিকেট অপস সেটা প্রিমিয়ার লিগের দলগুলোর সাথে বসে ঠিক করবে।

তবে সংশ্লিষ্ট সুত্রর খবর, আগামী ১০ এপ্রিল পর্যন্ত ঢাকা লিগ খেলার সুযোগ পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তার মানে যে সব দল থেকে প্রথম টেস্টের দলে ক্রিকেটার নেয়া হবে, তারা কেউই রবিন লিগের শেষ রাউন্ড খেলতে পারবেন না। এবারের প্রিমিয়ার লিগের যে ফিকশ্চার দেয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে ঈদের ছুটির পর ৬ ও ৭ এপ্রিল নবম রাউন্ড।

একদিন বিরতি দিয়ে ৯ ও ১০ এপ্রিল দশম রাউন্ড। আর ১২ ও ১৩ এপ্রিল ১১ নম্বর বা শেষ রাউন্ড। আগেই জানানো হয়েছে প্রথম টেস্টের সম্ভাব্য অনুশীলন শুরু ১২ এপ্রিল। কাজেই ১২-১৩ এপ্রিল শেষ রাউন্ড খেললে আর ১২ তারিখ প্র্যাকটিস শুরু সম্ভব না। ১৩ এপ্রিল লিগ ম্যাচ খেলে ১৪ এপ্রিল জাতীয় দলের অনুশীলনে অংশ নেয়া সম্ভব না।

সেক্ষেত্রে বাংলা নববর্ষর প্রথমদিন বিশ্রাম ও বিরতি দিয়ে অনুশীলন শুরু করতে হয় ১৫ এপ্রিল। যদি তাই হয়, তাহলে ২০ এপ্রিলের আগে ৫দিন মাত্র লাল বলে প্র্যাকটিস করার সুযোগ পাবেন টেস্ট ক্রিকেটাররা।

এদিকে এবারের লিগের ফিকশ্চারে ১১ নম্বর ও শেষ রাউন্ড আছে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান আর আবাহনী ম্যাচ। বোঝাই যাচ্ছে ১২ এপ্রিলের সে ম্যাচ খেলা হবে না শান্ত, মুমিনুল, নাহিদ রানা, মুশফিক, মিরাজ, তাসকিন ও তাইজুলদের।

আগেই জানা প্রথম টেস্ট খেলে পাকিস্তানের পিএসএল খেলতে চলে যাবেন নাহিদ রানা। যেহেতু পরের টেস্টে নাহিদ রানা দলে থাকবেন না, তাই বোঝাই যাচ্ছে পরের টেস্টের জন্য আবারো দল ঘোষণা হবে। নাহিদ রানার বিকল্প হিসেবে নিশ্চয়ই কেউ না কেউ নতুন করে শেষ টেস্টের দলে অন্তর্ভুক্ত হবেন।

এর আগে প্রথম টেস্টের দলে সম্ভাব্য ক্রিকেটার হিসেবে সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও হাসান মুরাদের নাম শোনা যাচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top