শনিবার বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরসহ বিভিন্ন এলাকায় শনিবার (১ নভেম্বর) নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পক্ষ থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সীমায় বিভিন্ন ফিডার লাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ চলবে। এসব কাজের অংশ হিসেবে শহর ও আশপাশের একাধিক এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কখন, কোথায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতায় নগরের ওয়াসা, দামপাড়া, এমএমআলী রোড, ও.আর, নিজাম রোড, সেন্ট্রাল প্লাজা, গোল পাহাড় মোড়, পেনিনসুলা, জিইসি, সেন্ট্রাল প্লাজা, প্রবর্তক মোড়, আমীরবাগ আ/এ, পাঁচলাইশ আ/এ (আংশিক), বাদশাহ মিয়া রোড তৎসংলগ্ন এলাকা সমূহ।

কেডিএস গার্মেন্টস হতে শের শাহ্ পর্যন্ত, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর, শান্তিনগর ও পার্শ্ববর্তী এলাকা, আমিন জুট মিলস্ ও আমিন টেক্সটাইল।

বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, খ্রিষ্টান কবরস্থান, সামারহিল, মোমিনবাগ, হামজারবাগ, ফুলেশ্বরী আবাসিক, তাহেরাবাদ, আতুরার ডিপো পিয়াজু গলি, রৌফাবাদ সমাজ সেবা হতে ফয়েজ টাওয়ার ও পার্শ্ববর্তী এলাকা, সামার হিল, খ্রিষ্টান কবরস্থান, হাটহাজারী রোড সংলগ্ন, মধ্যম চাপ গ্রাহক সমূহ ও পার্শ্ববর্তী এলাকা সমূহ।

অক্সিজেন উপকেন্দ্র হতে রাজা মিয়া মার্কেট, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন, ও পার্শ্ববর্তী এলাকাসমূহ;

ওয়াপদা গেট হতে মুন্নি কমিশনার গলি, অক্সিজেন নাভানা পেট্রোল পাম্প, সংগীত রোড, জাঙ্গাল পাড়া, সামাদার পাড়া, হাজী পাড়া গার্মেন্টস, খাইফুড গলি, জিলানী গলি, হামজা খা লেইন, গাউছিয়া আ/এ, রাজগঞ্জ আ/এ, বিবিরহাট বড় বাড়ি গলি, ভান্ডারী গলি, সুন্নিয়া মাদ্রাসা রোড, গ্রিন ভিউ, আ/এ, বিবিরহাট ১ নং রেল গেট ও সংলগ্ন এলাকা।

নিউমুরিং-এর আওতাধীন বন্দর (বিকল্প সোর্সের মাধ্যমে বন্দরের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক থাকবে), আগ্রাবাদ আবিদার পাড়া, ফকিরহাট ও সিডিএ ১ নং রোড হতে ১৭ নং রোড পর্যন্ত।

ফইল্যাতলী বাজার কলেজ রোড, হুধু চৌধুরী রোড, বাইল্লা পাড়া, লবণ ফ্যাক্টরি রোড, ছিদ্দিক কমিশনার বাড়ি, মহাশশ্মশান, মন্ত্রী বাড়ি, কামাল চেয়ারম্যান বাড়ি, চানমিয়া বাড়ি, কার্টুন ফ্যাক্টরি, গলিচিপা পাড়া, বারুনী ঘাটা, আফজাল ফকিরের মাজার, নিরিবিলি ফার্ম এলাকা, নওয়ারিশ খান জামে মসজিদ, বশির শাহ মাজার, একতা আ/এ, চৌধুরী আ/এ, সূচনা আ/এ, নাথপাড়া, ছধু চৌধুরী রোড, শিব মন্দির, জেলেপাড়া, ধোপাপাড়া এবং আশ-পাশের এলাকা সমূহ।

পটিয়া থানার (আংশিক) সবুর রোড, থানার মোড়, কলেজ রোড, হাবিবুর পাড়া, এস আলম বাড়ি, মাঝের ঘাটা, দক্ষিণ ঘাটা, পাইকপাড়া, জুলদা উপকেন্দ্রের অধীন বিএফডিসি রোড, ইছানগর, ডায়মন্ড রোড, ব্রিজঘাট, চরলক্ষ্যা, চরপাথরঘাটা, মির্জাবাড়ি, মাদ্রাসাপাড়া, তোতার বাপের হাট, হাসপাতাল রোড, স্টেডিয়াম রোড, মসজিদ মার্কেট, জামিল হাউস, ফিসহোম রোড, কবির হাজী মার্কেট, আলিম সাহেবের বাড়ি, সাবের হালী বাড়ি, মাসুদ ফিশ, বাংলাবাজারঘাট, যমুনা ক্যারিয়ার, কোস্টগার্ড, এস আলম সুগার মিলের এরিয়া ও আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে নগরের মাদারবাড়ির আওতাধীন মাওলানা আক্তার শাহ লেইন (আংশিক), কাশেম দত্ত লেইন, পূর্ব মাদারবাড়ি জামে মসজিদ, জাব্বার সওদাগর লেইন, সেবক কলোনি, মাদারবাড়ি রেল গেট, ওমর কলোনি, মরিচা পাড়া রেলওয়ে কলোনি, আইচ ফ্যাক্টরি রোড, কলেজিয়েট স্কুল, সিটি কলেজ, নিউমার্কেট মোড় হতে অফিস পর্যন্ত, নূপুর মার্কেট, পূরবী গলি, কাপড়ের গলি (আংশিক), ফল গলি (আংশিক), পাখি গলি (আংশিক), প্যারামাউন্ট সিটি এরিয়া, রেলস্টেশন এরিয়া।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না আগ্রাবাদ বাংলাবাজার কালী বাড়ির মোড় হতে সদরঘাট রোড (সম্পূর্ণ), ইসলামিয়া কলেজ, সাহেব পাড়া (আংশিক), দক্ষিণ নালাপাড়া (আংশিক), উত্তর নালাপাড়া (আংশিক), মাঝিরঘাট রোড (আংশিক), ট্র্যান্ড রোড (আংশিক), বাদশা মিয়ার গলি, মাঝিরঘাট মোড়, মোগলটুলী বাজারের পূর্ব পার্শ্ব, বার কোয়ার্টার হতে পশ্চিম মাদারবাড়ী, যুগী চাঁদ মসজিদ লেইন, আলম হোটেল এলাকা, প্রগতি বেকারি এলাকা।

কমার্স কলেজের পূর্ব পাশ হতে পশ্চিম মাদারবাড়ী, এয়ার আলী মসজিদ লেইন, নাজির পোল (আংশিক), মতিয়ার পোল, মাছ বাজার গলি, মেহের আলী চায়ের দোকান, ডি.টি রোড (আংশিক), রশিদমাষ্টার লেইন, টংফকির মাজার, ঘাসফুল গলি, ২ নং গলি (আংশিক), কড়ইগাছ তলা, ১ নং গলি, মা ভবন (আংশিক), ফারুকীয়া বেকারি, রাহাত সেন্টারের বিপরীত পাশে পলাশী মার্কেট, পোড়া মসজিদ, কদমতলী ঝাড়ুগলী, জান সুপার মার্কেট এলাকায়।

এছাড়া রবিবার (২ নভেম্বর) পটিয়ার জমিরিয়া মাদ্রাসা, মাদ্রাসা রোড, ছিবাতলী, গৌরাঙ্গ পাড়া, মিয়া পুকুর পাড়, বিওসি রোড, তেতুলতলা, বাইতুশ শরফ মসজিদ এলাকায় সকার ৭ থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিপিডিবি কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।তবে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাট চলাকালীন সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top