সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বঙ্গোপসাগর তীর ঘেঁষে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ‘ফুল উৎসব’। আগামী শনিবার (৪ জানুয়ারি) ডিসি পার্কে এই ফুল উৎসব দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করা হবে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে এই ফুল উৎসব উপলক্ষে করা এক সংবাদ সম্মেলনে আদ্যোপান্ত তুলে ধরেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
তিনি জানান, ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের ফুল উৎসব। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা। উৎসব ঘিরে বসবে বাংলার ঐতিহ্যবাহী পিঠা, হস্তশিল্প এবং স্থানীয় খাবার সমৃদ্ধ গ্রামীণ মেলা। সেই সঙ্গে মাসব্যাপী চলবে নাচ, গান, ও সাংস্কৃতিক পরিবেশনা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব। এটি হবে আনন্দ, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অপূর্ব সমাবেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা ফুলের সমারোহে ডিসি পার্ককে সাজানো হয়েছে। প্রতিটি প্রজাতি ভিন্ন রঙ, আকৃতি এবং ঘ্রাণে সমৃদ্ধ যা সহজেই দর্শকদের মনকে আলোড়িত করবে।যেখানে থাকছে দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির গাছের লক্ষাধিক চারায় ফুলের স্বর্গরাজ্য।
সরেজমিনে দেখা গেছে, ডিসি পার্কের বাগানের মাঝখানে রয়েছে বিশালাকার পুকুর। তাতে চলছে কায়াকিং। সন্ধ্যায় চালানো হয় পানির ফোয়ারা। ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, কামিনী, বেলি, চেরিসহ দেশি-বিদেশি ফুলের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। মাঠজুড়ে নানান নকশায় লাগানো হয়েছে ফুলগাছ। ডিসি পার্কের এ ফুল উৎসব দেখতে চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল প্রেমীদের এখানে সমাগম ঘটবে। গত বছর এখানে প্রায় দশ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে বলে জানায় জেলা প্রশাসন। তবে এবারের লক্ষ্য ১২ লক্ষ ফুলপ্রমীর সমাগম ঘটানোর।
জানা গেছে, এবারের উৎসবে থাকছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব, চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম। উৎসবে আসা দর্শনার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজন রাখা হয়েছে ঘুড়ি উৎসব ও নৌকাবাইচের। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজনসহ নানা আয়োজন।
সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক একে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরিফ উদ্দিন, আরডিসি মোঃ আলাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।
চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ