লোহাগাড়া : খোরশেদ চেয়ারম্যান, মামুন ও জেসমিন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চাটগাঁ নিউজ ডেস্ক : লোহাগাড়ায় ১ হাজার ১০৬ ভোট বেশি পেয়ে উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী। তাঁর ‘বেয়াই’ সাবেক এলডিপি নেতা সিরাজুল ইসলামকে হারিয়েছেন তিনি। খোরশেদ আলম চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ৮শ ৯৯ ভোট, আর ২৯ হাজার ৭শ ৯৩ ভোট সিরাজুল ইসলামের। অন্যদিকে প্রবাসী সৈয়দ আবদুল মাবুদ পেয়েছেন মাত্র ২ হাজার ৯শ ১৪ ভোট।

আজ বুধবার (৫ জুন) রাত ৯টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহাকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম.এ মামুন ৪৩ হাজার ১শ ২০ ভোট, পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জমিল উদ্দিন জামিল পেয়েছেন ১১ হাজার ৮শ ৫৬ ভোট।৭ হাজার ১শ ৬৩ ভোটে তৃতীয় হয়েছেন ফরহাদুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার ৩৬ হাজার ৯ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিন আক্তার সানা পেয়েছেন ২৫ হাজার ৪শ ৪১ ভোট।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top