লোহাগাড়ায় ১১ মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: লোহাগাড়ায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১জন মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান আসামি বাসচালক মো. সোহেল তালুকদারকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোহেল তালুকদার ঢাকার দক্ষিণখাঁন থানার ফরহাদাবাদ এলাকার মো.হানিফের ছেলে।

রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি গত ১ এপ্রিল (মঙ্গলবার) আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীসহ মোট ১১ জন সদস্যকে নিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসযোগে রওয়ানা করেন। পরদিন বুধবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় এলাকায় চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে রফিকুল ইসলাম স্ত্রী, দুই শিশু সন্তানসহ ৭ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন। শুক্রবার (৪ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরও এক তরুণীর মৃত্যু হয়।

রিলাক্স পরিবহনের বাসটি ঘটনাস্থলে রেখে বাস চালক পালিয়ে যায়। নিহত রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন বাদী হয়ে লোহাগাড়া থানায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রিলাক্স পরিবহনের বাসচালক মো. সোহেল ঢাকার মিরপুর মডেল থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিয়ে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল সোহেল। তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top