লোহাগাড়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর খাঁনহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম হত্যাকান্ডের মুল হোতা শাহ নেওয়াজ লাভলুকে(৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বের )ভোর ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীর দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার৷ অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘাতক লাভলুকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যবসায়ী শাহ আলম হত্যার ঘটনায় দায়ের করা মামলার সে প্রধান আসামি বলে ও জানান তিনি।

প্রসঙ্গত গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কে রাস্তার পাশে বালির বস্তা দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে চাচাতো ভাই লাভলুর কোদালের কোপে ঘটনাস্হলেই নিহত হন।

ঘটনার ২দিন পর ১৪সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলু তার দুইপুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলসহ ৪জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাহ আলম একই এলাকার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে। সে আধুনগর খানহাট বাজারের লেপতোষকের ব্যবসা করতো বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top