লোহাগাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

চাটগাঁ নিউজ ডেস্কঃ লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ চারজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১০ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়ায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বাবুল জানান, কয়েকদিন আগে স্থানীয় এক দোকান থেকে বসতঘরে রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কেনে ওই পরিবার। রবিবার সকাল থেকে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হবার বিষয়টি বুঝতে পেরে এক প্রতিবেশীকে ডেকে নিয়ে যান। তিনি গ্যাস লিকেজ বন্ধ করে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হন।

পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আহতহরা হলেন, আবদুল মান্নানের স্ত্রী রিজু আরা বেগম (৫৫), কন্যা কহিনুর আক্তার (৩৬), নাতনী আলিশা (৮) ও প্রতিবেশী খোরশেদ আলম (২৯)। তারমধ্যে খোরশেদের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top