পড়া হয়েছে: 16
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার ৩ দিন পর মিজান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার শাহ আলমের ছেলে।
শনিবার ( ১৮ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন মিজান।
বিষয়টি নিশ্চিত করেন বড়হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান।
গত ১৫ অক্টোবর সন্ধ্যায় লোহাগাড়ার আধুনগর স্থানীয় একটি কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কে মোটর সাইকেল ও নোহা গাড়ির সংঘর্ষের ঘটনায় মিজান (২২) আহত হন।
চাটগাঁ নিউজ/এমকেএন