পড়া হয়েছে: 47
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছফুরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দীন।
ছফুরা খাতুন ঘটনাস্থল সংলগ্ন আধুনগর গুল-এ-জার বালিকা বিদ্যালয়ের সাবেক চতুর্থ শ্রেণীর কর্মচারী। তার বাড়ি ইউনিয়নে ৯ নং ওয়ার্ডস্থ পশ্চিম সিকদার পাড়ায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, দূর্ঘটনার খবর শুনে তিনি পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করেছেন ৷ ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন