লোহাগাড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: লোহাগাড়া উপজেলা পরিষদের দক্ষিণে ব্রিজের সামনে এলাকা থেকে আকতার কামাল (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আকতার কামাল উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ বহদ্দার বাড়ির মৃত আবুল বশরের ছেলে

নিহতের মামাত ভাই নুরুল কিবরিয়া সাকিব জানান, আকতার কামাল বিয়ে করেননি। দীর্ঘ ২৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। বাড়িতে মাঝেমধ্যে আসে। তবে বিভিন্ন এলাকায় ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ থেকে জাঙ্গালিয়া এলাকায় ঘুরাঘুরি করেই থাকে। পুলিশ তার ভাইয়ের মরদেহ উদ্ধার করে তাদেরকে খবর দিলে তারা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছে বলে জানতে পেরেছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা তাসনিন জানান, হাইওয়ে পুলিশ আকতার কামাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার মগজ বের হয়ে গেছে এবং হাড্ডি ভেঙে গেছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

দোহাজারি হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত আকতার কামাল দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। চিকিৎসকও নিশ্চিত করেছে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় তিনি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top