লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে বিবিরবিলা এলাকায় মাটি খেকোদের ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহ্নত স্কেভেটর এবং ট্র্যাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
অভিযানের সময় আসামিরা মাটি কাটার স্কেভেটর ও ড্রামট্রাক রেখে পালিয়ে যায়। যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারের নির্দেশে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্কেভেটর ও ড্রাম ট্র্যাক জব্দ করি। এদের বিরুদ্ধে পরিবেশ আইনে দুইটি মামলার প্রস্তুতি চলছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ