লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল আজিজ (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আবদুল আজিজ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দরজিপাড়া এলাকার মৃত মো. হাসানের ছেলে।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার বাড়ির পার্শ্ববর্তী রাউজন্যা পাড়া এলাকার একটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুল আজিজ। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top