চাটগাঁ নিউজ ডেস্ক: লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ কামাল (৩৩) নামে পদুয়া বাজারের এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) ভোর আনুমানিক ৫ টার সময় নিজের মাছ চাষের পুকুরে এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম উপজেলার পদুয়া ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার আইদ্দার বর বাড়ীর আবুল বশরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়া বাজারের চাল ব্যবসায়ী মেসার্স ইব্রাহিম এন্টার প্রাইজের মালিক মো: ইব্রাহিম (সাওঃ)।
জানা যায়, খোরশেদ দীর্ঘদিন পদুয়া বাজারে চালের ব্যবসা করেছেন, পাশাপাশি তার কিছু মাছ চাষ ছিল। গত রাতে পাম্প দিয়ে প্রজেক্ট সেচার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনের মধ্যে একজন সরে গিয়ে জানে বাঁচলেও খোরশেদ উপুড় হয়ে পরে যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সাকিবুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট একজন রোগীকে ভোর পোনে ৬ টার দিকে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি আমি অবগত নয়।
চাটগাঁ নিউজ/এমকেএন