চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মোহাম্মদ আবদুল্লাহ (২) নামে এক শিশুর। নিহত আবদুল্লাহ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া নজু মেম্বার পাড়ার হাফেজ মাওলানা সাইফুদ্দিনের ছেলে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল সুফি মিয়াজি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দীন ঘটনাটি নিশ্চিত করেছেন।
আবদুল্লাহর বাবা জানান, মসজিদে চাকরির সুবাদে তিনি শ্বশুরবাড়ির এলাকায় ভাড়াটে বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। সকালে আবদুল্লাহ তার দুই ভাইবোনের সঙ্গে বিছানায় ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেলে সে একা বাইরে বের হয়ে যায়। এসময় অসতর্কতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা রান্নাঘর থেকে এসে শিশুটিকে বিছানায় না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ছেলের ভাসমান লাশ দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। তিন ভাইবোনের মধ্যে আবদুল্লাহ ছিল সবচেয়ে ছোট।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি এখনো থানায় জানানো হয়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন