লোহাগাড়া প্রতিনিধি : জেলার লোহাগাড়া উপজেলার আধুনগরে পাহাড় কেটে মাটি বিক্রি করার দায়ে আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির বদ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুলপাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড় কাটছিল এই নেতা।
আজ রবিবার (১৬ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান।
পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান বলেন, পাহাড় কাটার দায়ে নুরুল কবির বদ নামে একজনকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারাই এধরণের পাহাড় ও কৃষি জমির মাটি কেটে পরিবেশ নষ্ট করবে তাঁদের বিরুদ্ধে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়সূত্রে জানা য়ায, পাহাড়টি বান্নবর মুরা নামে এলাকায় সু-পরিচিত। এই পাহাড়ে এলাকার শতশত মানুষের মৃতদেহ কবর দেওয়া হয়। মাটি খেকোরা প্রতি বছর পাহাড়টি কেটে মাটি বিক্রি করার ফলে পাহাড়টি ছোট হয়ে যায়। তাই বর্তমানে এলাকারবাসী আর কবর দিতে পারেনা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
চাটগাঁ নিউজ/দেবাশিষ/এসআইএস