লোহাগাড়ায় থানা থেকে লুট হওয়া গ্যাসগান ও গ্যাসসেল উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারস্যাল উদ্ধার করা হয়েছে।

৩০ এপ্রিল (বুধবার) বেলা ১২টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারীগোদার পাড়ের বাসিন্দা নাজিম উদ্দীনের বাড়ির সেপটিক ট্যাংকের পাইপ লাইনের ভেতর থেকে বস্তা মোড়ানো অবস্থায় থানা পুলিশের অভিযানে এসব অস্ত্র পাওয়া যায়।

লোহাগাড়া থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এএস আই লুৎফুর রহমান জানান, হুমায়ুন নামক এক ব্যক্তি ৯৯৯-এ কল করে অস্ত্রের বিষয়টি অবহিত করলে সে সূত্র ধরেই ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে সেপটিক ট্যাংকের পাইপ লাইন থেকে বস্তা মোড়ানো অবস্থায় গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযান চালিয়ে লুট হওয়া কয়েকটি অস্ত্র ও জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে ও জানান পুলিশের এই কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top