লোহাগাড়ায় ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্টবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইরফানুল ইসলাম চুহিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত চুহিম লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র। সে একটি কাপড়ের শো-রুমে চাকরি করতো। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি সিমেন্ট কোম্পানির ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চুহিম মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট মো. সম্রাট হোসেন দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top