চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় বালু বোঝাই ট্রাকের চাপায় হাসান রিয়াদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান রিয়াদ উপজেলার চরম্বা ইউনিয়নের লোকতারপাড়া এলাকার হাফেজ আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজার অভিমুখী একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মোটরসাইকেল আরোহী। পরে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ এসে তাকে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক থানা হেফাজতে রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






