চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার শহীদ জুলাই যোদ্ধা ইসমামের ছোট ভাই মো. মহিবুল হকের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মিনহাজকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার বটতলী স্টেশন এলাকায় মহিবুল হকের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, বড়হাতিয়া ইউনিয়নের মাল পুকুরিয়া এলাকায় একটি পুকুরে লুকিয়ে থাকা অবস্থায় জনতার হাত থেকে আহত মিনহাজকে উদ্ধার করে আটক করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চুনতি পুলিশ ফাঁড়ির মো. আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
গ্রেফতারকৃত আসামি মিনহাজকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপর এক কর্মী বাহারকেও গ্রেফতার করা হয়েছে।
আহত কনস্টেবল মো. আল আমিন বর্তমানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






