লোহাগাড়ায় ছাত্রলীগের ২ নেতা এখন ছাত্রদলের সভাপতি-সাংগঠনিক সম্পাদক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

শনিবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে নবগঠিত বার আউলিয়া কলেজ ছাত্রদলের বিতর্কিত কমিটি বিলুপ্ত করতে এক সংবাদ সম্মেলন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল করিম।

লিখিত বক্তব্যে অভিযোগ তুলে তিনি বলেন, নবগঠিত বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও বিবাহিত মো. মিনহাজকে সভাপতি ও ছাত্রলীগনেতা রায়হান উদ্দিন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দক্ষিণ জেলা ছাত্রদলে বিতর্কের জন্ম দিয়েছে। এটি ছাত্রদলের রাজনীতির জন্য লজ্জার ও জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অশনিসংকেত।

তারা বলেন, ইতোমধ্যে ঘোষিত সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের উপজেলা ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও প্রোগ্রামে যোগ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত ছাত্রলীগকে পুনর্বাসন এবং ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে তাদেরকে কৌশলে কলেজ ছাত্রদলের কমিটিতে আনা হয়েছে বলে মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, মোহাম্মদ মিনহাজ কলেজ ছাত্রদলের সভাপতি ও রায়হান উদ্দিন মুন্না সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ার পর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আনিন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি থেকে ছাত্রলীগ নেতাদের নাম বাদ দেওয়ার আহ্বান জানান নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম শামীম, মো. রায়হান উদ্দিন ও মো. তাহসীন প্রমুখ।

এদিকে ছাত্রলীগ নেতা মো. জোবাইর তার ফেসবুক পোস্টে লেখেন, অভিনন্দন, আমার হাতে গড়া কর্মী এখন ছাত্রদলের সভাপতি।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন, বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির প্রত্যেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তাদের দেখে আসছি এবং তারা বিভিন্ন সময় বিএনপির কেন্দ্রীয় কর্মর্সূচিতে ছাত্রদলের ব্যানারে অংশ নেয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top