চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী ট্রেন সৈকত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে মো. রিপন (১৮) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়ার রুপবানা পাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। আহত রিপন নোয়াখালী হাতিয়া আদর্শ গ্রাম এলাকার মাঈন উদ্দীনের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে কক্সবাজারগামী ট্রেন সৈকত এক্সপ্রেসের ছাদে ভ্রমণ করছিলেন রিপন। ট্রেনটি লোহাগাড়া স্টেশনের আগে আধুনগর রুপবান পাড়া গ্রামে পৌঁছালে ছাদ থেকে পড়ে যান তিনি। তাৎক্ষণিক উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিকা তাসনিন বলেন, ‘সকাল ১০টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত রিপন নামে এক তরুণকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি মাথায় প্রচুর আঘাত পান।
চাটগাঁ নিউজ/জেএইচ