চাটগাঁ নিউজ ডেস্ক: লোহাগাড়ার চরম্বায় কীটনাশক খেয়ে অজি উল্লাহ (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মাইজবিলা গজালিয়া দক্ষিণ পাড়ার আহমদ মিয়ার পুত্র।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক অজি উল্লাহর মানসিক সমস্য ছিল। ঘটনার দিন সকাল থেকে তিনি ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করছিলেন। এ সময় তিনি সকলের অগোচরে কীটনাশক পান করে ফেলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ধান ক্ষেত থেকে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার চারটি সন্তান আছে বলে জানায় স্থানীয়রা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন একজন কৃষক কীটনাশক পানে মারা যাবার বিষয়টি অবগত হয়েছি। এই সংক্রান্তে পাঁচলাইশ থানা তদন্ত করছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ