চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া থানা হেফাজত থেকে সাইফুল ইসলাম (৩৩) নামে এক আসামি পলায়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ বাদি হয়ে একজনকে এজাহারনামীয় আসামি করে এই মামলা দায়ের করে। পলাতক আসামি সাইফুল ইসলাম উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বলিপাড়ার নজির আহদের পুত্র এবং স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানা হেফাজত থেকে পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি তাকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা সম্ভব হবে।
উল্লেখ্য, গত সোমবার ভোরে গোপনে সংবাদের ভিত্তিতে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম আটক করে স্থানীয়রা।
পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানা হেফাজতে থাকা অবস্থায় সে কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় একইদিন থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।
চাটগাঁ নিউজ ডেস্ক/জেএইচ