লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
১৫ জানুয়ারি গোপন সূত্রের ভিত্তিতে ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ (২৬ ইবি) নেতৃত্বে যৌথবাহিনী উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা ৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তেলিবিলা এলাকার ছিদ্দিক সওদাগরের পুত্র, সন্ত্রাসী রিফাত (৩৫)কে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
রিফাতের কাছ থেকে নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়: এলজি ১টি, কার্তুজ ২টি, বাংলা মদ ২ লিটার, রামদা ৪টি, চাকু ৬টি, ড্রোন ১টি, মোবাইল ৮টি, মেমরি কার্ড ৩টি, মোবাইল ব্যাটারি ১টি, রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল ১টি, পেনড্রাইভ ১টি, মোটরসাইকেল ১টি।
পরবর্তীতে রাত ১৭২০ ঘটিকায় আটককৃত রিফাত ও উদ্ধারকৃত সরঞ্জামাদি লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন







