লোহাগাড়ায় অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার।

এসময় উপজেলাটির  তিনটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেয় প্রশাসন।

গুড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হলো- চুনতি এলাকায় মো: ইয়াসিন এর মালিকানাধীন মেসার্স চুনতি ব্রিকস ম্যানু (CBM), আমিরাবাদ ইউনিয়নের মো: শরিফ খান মালিকানাধীন মেসার্স বার আউলিয়া ব্রিকস (BAB) ও চরম্বা ইউনিয়নের মো মুছার মালিকানাধীন মেসার্স আরব ব্রিকস ম্যানু (ABM)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন,  ইটভাটা সমূহের বিরুদ্ধে পাহাড় ও কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করে ভাটা পরিচালনার প্রস্তুতি নেয়াসহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দন্ড প্রদান করা হয়েছে। এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/জেএইচ

Scroll to Top