লোহাগাড়ায় অবৈধভাবে টিলা কাঁটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিবিরবিলা এলাকার সিবিএম-৩ ব্রিকসের উত্তর পার্শ্বে টিলা কাটার দায়ে ইটভাটার মালিক বশির আহমদ কোম্পানিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি চাটগাঁ নিউজ কে বলেন, বিবিরবিলা এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে টিলা কাটছে বলে অভিযোগ পেয়ে (২৫ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করি। এসময় একটি মাটি কাঁটার স্কেভেটর জব্দ করে স্থানীয় ইউপি সদস্যর জিম্মাদারিতে দিয়ে আসি। আজ সকালে বশির আহমদ কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন,  যারা অবৈধভাবে পাহাড়,টিলা ও কৃষি জমির টপসয়েল কাটবে তাঁদের কে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

Scroll to Top