চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে অপহৃত ৭ বছরের এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে লোহাগাড়া থানা পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টায় লোহাগাড়া থেকে অপহরণ করা শিশুকে ভোর ৪ টার দিকে কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত রিদোয়ান (১৮) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত রিদুয়ান কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার আহমদ হোসেনের পুত্র।
জানা গেছে, শিশুটির পিতা দেলোয়ার হোসেন কৃষি কাজের জন্য গত ৮ দিন আগে মো. রিদোয়ান নামের একটি ছেলেকে বাড়িতে রাখেন। শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে বাদীর ছেলে সাঈদ হোসেন (৭) কে নিয়ে বাড়ির পাশের দোকানে চা খাবে বলে নিয়ে যায়। পরে বাড়িতে খোঁজাখুঁজি শুরু হলে এলাকার মানুষ জানায় সিএনজি নিয়ে তার ছেলেকে রিদোয়ানসহ কয়েকজনের সাথে যেতে দেখা গেছে।
এরপর থেকে রিদোয়ানের মোবাইল বন্ধ পাওয়া গেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মোবাইল নাম্বার ট্রেকিং করে জানা যায় তারা কক্সবাজারে অবস্থান করছে তাৎক্ষনিক ভাবে দেরি না করে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম কক্সবাজার রওনা করে।
এরপর কক্সবাজার সদর থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের লিংকরোড থেকে শিশু সাঈদ হোসেনকে উদ্ধার করা হয় এবং আসামি মো. রিদোয়ানকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, অপহৃত শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতারকৃত আসামিকে রাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ