লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকানিদের পাশে উপজেলা প্রশাসন

লোহাগারা প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া মনু ফকির বাজারে আগুন পুড়ে যাওয়া ১৫টি দোকান মালিকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে। এইসময় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগীতা প্রদান করেন তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের থেকে জানা যায়, ১৫ টি দোকানে আনুমানিক ২৫ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায়। তাদের পরিবারের একমাত্র রুজি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবসায়ী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় সপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হয়। দোকান পুড়ে যাওয়ায় তাঁরা এখন অসহায় হয়ে পড়েছে।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, বড়হাতিয়ার সমাজসেবক মিরান হোসেন মিজান, বড়হাতিয়া মনু ফকির বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক রফিক উদ্দিন মেম্বার, সদস্য সচিব খোকন চন্দ্র দাশসহ অন্যান্যরা।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top