পড়া হয়েছে: 124
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারের নিচে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই কিশোরের আনুমানিক বয়স ১৫ বছর। তবে এখনো তার নাম ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ।
রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ের মার্শাল লোকোশেড থেকে একটি বগি বিহীন ইঞ্জিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় কিশোরটি ইঞ্জিনের সামনে চলে আসলে এ দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, আনুমানিক আড়াইটায় একটি দুর্ঘটনা ঘটে। এতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।
চাটগাঁ নিউজ/এইচএস/জেএইচ