চাটগাঁ নিউজ ডেস্ক: লিবিয়ায় দালাল ও মাফিয়া চক্রের ফাঁদে পড়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (৯ জুলাই) সকালে তাদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ঢাকায় অবতরণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।
ভুক্তভোগীরা জানান, তারা কর্মসংস্থানের জন্য লিবিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে কাজ না মেলায় দালালরা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখায়। পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করা হয়।
তারা আরও অভিযোগ করেন, আটকে রেখে তাদের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় দালালরা। বাংলাদেশি দালালরা স্থানীয়দের সঙ্গে যোগসাজস করে নির্যাতন চালাতো বলেও অভিযোগ করেন তারা।
চাটগাঁ নিউজ/জেএইচ