পড়া হয়েছে: ৪০
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে অসামাজিক কার্যাকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ নারী ও ৩ জন পুরুষ।
মঙ্গলবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক।
এর আগে সোমবার রাতে নগরীর লালদিঘীর পাড়স্থ হোটেল সাউদিয়া নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন লালদিঘী কেসিদে রোডস্থ হোটেল সাউদিয়া নামে আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাদের আটক করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ