লালখান বাজারে বাসচাপায় নারীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড় এলাকায় যাত্রীবাহী বাসচাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও পালিয়ে গেছে চালক।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহীদ সাইফুদ্দীন খালেদ সড়কের মুখে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর নাম রিয়া মজুমদার (২৪)। তিনি গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েলস্টেট কোম্পানিতে চাকরি করেন বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী ৭ নম্বর রুটের একটি বাস থেকে নামতে গিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গেই পেছন দিক থেকে আসা দুই নম্বর রুটের একটি মিনিবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মাসুদুর রহমান চাটগাঁ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থল কোতোয়ালি থানার একটি টিম পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top