লালখান বাজারের একটি কলোনিতে ভয়াবহ আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের লালখান বাজারের টাংকির পাহাড় এলাকার একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নানা বাগানের ছাদেকের কলোনিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ কলোনিতে ১৫টির মতো বসতঘর ছিল বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top