বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার রিসোর্ট থেকে আনোয়ার হোসেন (৪৭) নামের এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২ টার দিকে লামার মিরিঞ্জায় অবস্থিত “ডেঞ্জার হিল রিসোর্ট” এর ১২নং কটেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) হলেন তোফাজ্জল হোসেন।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, এটি আত্মহত্যা না অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে লামা থানা পুলিশ।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) হলেন তোফাজ্জল হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন