বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় চুরির মামলার মালামাল উদ্ধার করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ বেবী আকতার নামে এক নারীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
রবিবার (৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুমারমার ঝিরি এলাকার নুরুল আমিনের বসত ঘর থেকে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।
সোমবার বেলা ১১টায় এ বিষয়ে লামা থানায় সাংবাদিকদের সাথে প্রেস বিফিং করে থানা পুলিশ। গ্রেফতারকৃত বেবি আকতার (৩৫) কুমারমার ঝিরির নুরুল আমিনের স্ত্রী এবং আবুল হাশেম ও জহুরা বেগমের মেয়ে। উদ্ধারকৃত অস্ত্র এবং চোরাই মালামালের মধ্যে একটি একনলা বন্দুক,যার দৈর্ঘ্য আনুমানিক ৪ ফুট ১০ ইঞ্চি, একটি এক্সপার্ট সাবমারসিবল পানির পাম্প কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল।
প্রেস বিফিংয়ে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ৫নং ওয়ার্ড ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারমার ঝিরি (জলপাইতলী) ফাল্গুনী লেটেক্স রাবার বাগানের কেয়ারটেকার রিমস্ত রোয়াজা (৩৭) রাবার বাগানের অফিস রুমের পার্শ্বে ঝিরি হতে এক্সপার্ট সাবমারসিবল পানির পাম্প, কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে মর্মে লামা থানার অফিসার ইনচার্জকে অভিযোগ করেন। লামা থানার অফিসার ইনচার্জ বিষয়টি বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারকে অবহিত করলে তিনি দ্রুততম সময়ের মধ্যে আসামী গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জড়িত সন্দেহে আসামী নুরুল আমিন (৩৫) এর বাড়িতে অভিযান চালায়। আসামী নুরুল আমিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তখন আসামীর ঘরে তার স্ত্রী বেবি আকতারকে (৩৫) পেয়ে তাদের বসত ঘর তল্লাশী করে চুরিকৃত একটি এক্সপার্ট সাবমারসিবল পানির পাম্প, কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল জব্দ করে এবং তাকে গ্রেফতার করেন। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে তাদের বসত ঘর হতে একটি একনলা বন্দুক (যার লম্বা অনুমান ০৪ ফুট ১০ ইঞ্চি) উদ্ধার করা হয়। চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামী বেবি আকতার ,পলাতক আসামী নুরুল আমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লামা থানায় মামলা দায়ের হয়েছে।
প্রেস বিফিংয়ে জেলা পুলিশ সুপার(এসপি)মো.শহিদুল্লাহ কাউছার অস্ত্র উদ্ধারের বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
চাটগাঁ নিউজ/মোহাম্মদ/ইউডি