বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ভাতের হোটেলসহ ২টি দোকান পুড়ে ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার লামা বাজারের বিসমিল্লাহ হোটেল থেকে এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় মহিউদ্দিন নামে এক লোক আহত হয়েছে বলে জানা গিয়েছে। তার বাড়ি লামা পৌরসভার রাজবাড়ি এলাকায়।
জানা যায়, আগুনে পুড়ে বাজারের একটি ভাতের হোটেলসহ ২টি দোকান পুরোদমে পুড়ে ছাই হয়ে গেছে। সেইসাথে পার্শ্ববর্তী আরো বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ৪টি দোকানের মধ্যে ২টি দোকান বেশি পুড়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান ৬ থেকে ৭ লক্ষ টাকা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে লামা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা সাফায়েত হোসেন চাটগাঁ নিউজকে বলেন, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলতে পারছিনা।
চাটগাঁ নিউজ/এসবিএন